সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূম জেলার বোলপুর-শান্তিনিকেতন সংলগ্ন মোলডাঙ্গায় পাঁচ বছরের শিশুর মৃতদেহ উদ্ধার নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি। দুই দিন পরে বাড়ি পার্শ্ববর্তী এলাকা থেকে দুর্গন্ধ পেয়ে খোঁজ করতেই প্রতিবেশীর বাড়ির ছাদে বস্তা এবং কাঠ চাপা দেওয়া শিশুটির মৃতদেহ উদ্ধার হয়। ঘটনা সম্মুখে আসতেই শান্তিনিকেতনের মোলডাঙ্গা এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত রুবি বিবিকে। মঙ্গলবারই এই ঘটনায় লেগেছিল রাজনীতির রং। বুধবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিধি দল প্রথমে শান্তিনিকেতন থানায় স্মারকলিপি জমা দেয় পরে মোলডাঙা গ্রামে গেলে গ্রামবাসীরা ঢুকতে বাধা দেয়, এরপর লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপি কর্মী সমর্থকেরা শান্তিনিকেতনের থানার সামনে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ জানায়। লকেট চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নৃশংস হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের দাবি করেন। অপরদিকে বুধবার সকালেই শান্তিনিকেতন থানায় স্মারকলিপি জমা দেয় বামফ্রন্ট। মৃত শিশুর পরিবারের পাশাপাশি গ্রামবাসীরাও একত্রিত হয়ে দোষী ব্যাক্তির ফাঁসির দাবিতে সোচ্চার হয়ে ওঠে। সন্ধ্যায় নিহত শিবম ঠাকুরের দেহ মোলডাঙ্গা গ্রামে আসে, নিষ্পাপ শিশুর মৃতদেহ দেখে উপস্থিত সকলেই চোখের জলে শেষ বিদায় জানায় গ্রামবাসী সহ এলাকাবাসীরা।