দীপককুমার দাসঃ
আর হাতে গোনা কয়েকটা দিন পরেই পুজো। তাই জোর কদমে চলছে প্রতিমার শেষ মুহূর্তের কাজ। মহঃবাজার পঞ্চায়েতের রঘুনাথপুরে গদাধর সূত্রধরের পরবর্তীতে তার বংশধরেরা প্রতিমা বানাচ্ছেন। মৃৎশিল্পী অশোক সূত্রধর বলেন, গত দু’বছর করোণার কারণে বায়না কম হয়েছিল। এবার বায়না বেশি হয়েছে। এখন উদ্যোক্তাদের চাহিদা মতো সাজে ও প্রতিমার গঠনে আধুনিকতার ছোঁয়া আনতে হয়েছে। মাটির কাপড়, মাটির গয়না যেমন কিছু উদ্যোক্তা চাইছেন তেমনি সাবেকী প্রতিমার চাহিদাও রয়েছে। আরেক মৃৎশিল্পী নিতাই সূত্রধর বলেন, এবার নতুন নতুন রঙিন সাজ চাইছেন উদ্যোক্তারা। আগের দুবছরের চেয়ে বায়নাও ভালো হয়েছে। প্রতিমাও বেশি করা হয়েছে।