
সেখ রিয়াজুদ্দিনঃ
শান্তিনিকেতনের মোলডাঙা গ্রামে নিহত নিষ্পাপ শিশু শিবমের দেহ উদ্ধার হওয়ার পরেই অশান্ত হয়ে ওঠে এলাকা। এখন পর্যন্ত এলাকা জুড়ে মোতায়েন রয়েছে বিশাল বাহিনী। বুধবার বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জী সেখানে যাবার পথে বাধা পায় এবং স্থানীয় লোকজন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। নিহত শিবমের পরিবারের সঙ্গে দেখাও করতে দেওয়া হয়নি সাংসদকে। এরপরেই আজ বৃহস্পতিবার দুপুরে মোলডাঙা গ্রামে যেতে গেলে সেখানেও বাধার সম্মুখীন হতে হয় সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মীদের। সেই পরিপ্রেক্ষিত বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে। এই ঘটনা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই প্রেক্ষিতে আবার নিহত শিশুর পরিবার ও গ্রামবাসীদের পক্ষ থেকে সুকান্ত মজুমদারদের জানানো হয়, বিজেপির পাঁচ জন জনপ্রতিনিধি গ্রামে গিয়ে নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে আসতে পারে। সুকান্ত মজুমদার সাংবাদিকদের জানিয়েছেন–এই ঘটনা খুবই দুঃখজনক ঘটনা। আমরা কোনরকম রাজনৈতিক রঙ লাগাতে চাই না। পরিবার যদি চায় সব সময় আমরা তাদের পাশে আছি, আইনি সহায়তা দিতেও রাজি। নিহত শিশুর পরিবার জানিয়েছে-এই নৃশংস কাজ একজন মহিলা করতে পারে না। এর সঙ্গে আরো অনেকেই জড়িয়ে আছেন, তাদের চিহ্নিত করণ এবং ফাঁসির দাবি তোলা হয়।