রঞ্জনবাজার রাজরাজেশ্বরী দুর্গা মন্দিরে শেষ মুহূর্তের প্রস্তুতি

সেখ ওলি মহম্মদঃ

আজ মহালয়া। আর মহালয়ার পর থেকেই দুর্গাপুজোর ঘন্টা বেজে গেল। হাতে আর মাত্র কয়েকটা দিন। দুর্গাপুজো ঘিরে সারা বাংলায় উন্মাদনা শুরু হয়ে গেছে। বাতাসে এখন শুধু পুজোর গন্ধ। পুজোর আয়োজনে ব্যস্ত উদ্যোক্তারা। সেজে উঠছে পুজো মণ্ডপগুলি। চলছে শেষ মুহূর্তে উমা বরণের প্রস্তুতি। দুবছর করোনা শঙ্কা কাটিয়ে এবারের উৎসব একটু বেশি আবেগের এবং উন্মাদনার হবে। তাই শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি ধরা পড়ল বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রঞ্জনবাজার সার্বজনীন রাজ রাজেশ্বরী দুর্গা মন্দিরের। বিগত ১৪ বছর ধরে হয়ে আসছে এই মন্দিরে দুর্গাপুজো। তবে এখানের পুজো দুবরাজপুর শহর থেকে একটু ভিন্ন। কারণ প্রতিবছর কুমারটুলি থেকে মা দুর্গার প্রতিমা আনা হত। কিন্তু গত দুবছর করোনা অতিমারীর জন্য তা বন্ধ রেখে কুমারটুলির শিল্পীদের এখানে নিয়ে এসে তৈরি করা হচ্ছে প্রতিমা। পাশাপাশি প্রতিবছর চন্দননগরের আলোকসজ্জায় সজ্জিত হয় এই দুর্গা মন্দির। দূর দূরান্ত থেকে বহু জনসমাগম হয় এখানে। মা দুর্গার প্রতিমা দর্শন করতে এবং আলোকসজ্জা দেখতে আসেন মানুষজন। এখন মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ষষ্ঠী ও সপ্তমীর দিনে দুবরাজপুর পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *