সন্তোষ পালঃ
মহালয়ার প্রাকলগ্নে ২৪ সেপ্টেম্বর বীরভূম জেলার দুবরাজপুরের সবারে করি আহ্বান সংস্থার পক্ষ থেকে আগমনী সন্ধ্যার আয়োজন করা হয়। দুবরাজপুর কলুপারা কালীমন্দিরে এই অনুষ্ঠানে দেবী দুর্গার আগমনী গান পরিবেশন করে কুশীলবরা। বাজলো তোমার আলোর বেণু গানের মধ্যে দিয়েই অনুষ্ঠান এর শুভ সূচনা হয়। সংগীতে অংশগ্রহণ করেন সুতপা কবিরাজ, লিলি বসাক, অনন্যা রুজ, পৌলমী মন্ডল, সুচেতা কবিরাজ, নিবেদিতা মুখার্জি, রাজশ্রী সরকার, দেবাশীষ মুখার্জি, তিতলি মন্ডল প্রমুখ। নৃত্য পরিবেশন করে মেঘা হাজরা, প্রেরণা মেহতরী, রূপসা ব্যানার্জি, অঙ্কিতা দত্ত মোদী, সুমনা রায় প্রমুখ। তবলায় লহরা বাজিয়ে শোনান জয়দীপ গড়াই।এছাড়াও তবলায় সঙ্গত করেন মাধাই কর্মকার, তারকনাথ সেন। এককথায় সমগ্র অনুষ্ঠানটি এদিন প্রাঞ্জল হয়ে ওঠে। পাশাপাশি এদিন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে মহিষাসুর মর্দিনী আলেখ্যের আয়োজন করা হয়।