বেসরকারি স্কুলের উদ্যোগে বিদ্যাসাগরের জন্ম দিবস পালন, লোকপুরে

সেখ রিয়াজুদ্দিনঃ

সমাজসংস্কারক, মানবতাবাদী, বাংলা ভাষার নবরূপকার, শিক্ষাবিদ ও শিক্ষার জন্য উৎসর্গকৃত মহাপ্রাণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন ২৬ সেপ্টেম্বর। সেই দিনটি যথার্থ মর্যাদা সহকারে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে লোকপুর রামধনু পাবলিক স্কুলের পক্ষ থেকে। এদিন কচিকাঁচাদের নিয়ে ছড়া আবৃত্তি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং শ্রেনীভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার প্রদান করা হয়, সেই সাথে অংশগ্রহণকারী প্রতি শিশুদের গলায় মেডেল পরিয়ে ও বিদ্যাসাগরের ছবি তুলে দেওয়া হয় সবার হাতে। বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন উপস্থিত শিক্ষক শিক্ষিকা অভিভাবক সহ পড়ুয়ারা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি সুনীল কুমার সাহা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত এক সাক্ষাৎকারে জানান গত ২০২১ সাল থেকে তারা বিদ্যাসাগরের জন্ম দিনটি, শিক্ষক দিবস হিসেবে পালন করে আসছেন এবং বিদ্যাসাগরের জীবন সংগ্রাম সম্পর্কে তথা সমাজ গঠনে তাঁর অবদানের কথা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *