দীপক কুমার দাসঃ
সোমবার পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০২তম জন্মদিন পালন করা হলো মহঃবাজার চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের পক্ষ থেকে। বাঙালির নবজাগরণ ও বিকাশের প্রাণপুরুষ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমাজের প্রচলিত রীতি ভেঙে বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। শিক্ষার প্রসারে ও জনহিতকর কাজে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সমাজ সংস্কারক দৃঢ়চেতা সুপন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০২তম জন্মদিন পালন করা হলো প্যাটেলনগরে মহঃবাজার চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অফিসে। অফিসের সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন সহকারী বিদ্যালয় পরিদর্শক অর্নিবান মুখার্জী ও অবর বিদ্যালয় পরিদর্শক দেবব্রত ঘোষ। পুষ্পার্ঘ্য নিবেদন করেন অফিসের কর্মীরা। পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের উপর আলোকপাত করেন সহকারী বিদ্যালয় পরিদর্শক অর্নিবান মুখার্জী। পাশাপাশি স্কুলগুলিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর ক্যুইজ, আলোচনা, পদযাত্রা করার জন্য বার্তা দেওয়া হলো।