মহঃ সফিউল আলম
প্রতি বছরের মতো এবছরও বীরভূমের সিউড়ি মহকুমার অন্তর্গত পবিত্র ভূমি পাথরচাপুড়িতে ঐতিহ্য মন্ডিত দাতা বাবার (হজরত দাতা মহবুব শাহ ওলি রঃ ) সুপ্রসিদ্ধ মাজারে ঊরস মোবারক পালন করা হয় মহা সমারোহে৷ একই সাথে ঊরস উপলক্ষে কয়েক দিন ব্যাপী সম্প্রীতির মিলন মেলার আয়োজন করা হয়৷ ৯ চৈত্র আনুষ্ঠানিক উদ্বোধন হয় মেলার৷ মঞ্চে জেলা শাসক, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিশিষ্ট অতিথি, জন প্রতিনিধি, সুধীবৃন্দ প্রমুখ হাজির ছিলেন৷ বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত, দর্শনার্থী তথা মেলাপ্রেমী মানুষজনেরা ভিড় করেন সুবিখ্যাত এই মাজারে ও মেলা প্রাঙ্গণে৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে ও সুষ্ঠভাবে বৃহৎ এই মেলাটি পরিচালনার লক্ষ্যে পুলিশ প্রশাসন, স্বেচ্ছা সেবক, মাজার ও মেলা কমিটির পদস্থ কর্তা, প্রতিনিধি সদস্যদের যথেষ্ট তৎপর ও সচেতন থাকতে লক্ষ্য করা যায়৷ ১৫ চৈত্র আতস বাজি পোড়ানোর মধ্য দিয়ে মেলার পরিসমাপ্তি বলে জানা গিয়েছে৷ তবে করোনা পরিস্থিতি তথা লক ডাউনের আগে কয়েক বছর পূর্বেও যেভাবে সব মিলিয়ে কয়েক লক্ষ মানুষের সমাগম হতো এবার তুলনামূলক ভিড় ও মেলায় বিকিকিনি অনেকটাই কম বলে জানান অনেকে৷