
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের লাভপুর ব্লকের মহোদরী উচ্চ বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ উৎসব। সেইসঙ্গে এই বিদ্যালয় অঙ্গণে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই চার মহামানবের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। কংক্রিটের এই মূর্তি নির্মাণ করেছেন বিদ্যালয়েরই এক প্রাক্তন ছাত্র বর্তমান অভিভাবক সন্নিহিত ঈশানপুর গ্রামের এক শিল্পী অভয় সূত্রধর। আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠানে উদ্বোধক রূপে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী সারদাত্মানন্দ মহারাজ। প্রধান অতিথির আসন অলংকৃত করেন বীরভূমের সাঁইথিয়া শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী ধ্রুবানন্দ মহারাজ। বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা বিদ্যালয় পরিদর্শক আবুল হাসান। উল্লেখ্য, ব্রিটিশ আমলে ১৯১০ খ্রিস্টাব্দে এই বিদ্যালয় প্রথম স্থাপিত হয়। মহোদরী গ্রামের এক তৎকালীন জমিদার শিক্ষানুরাগী বিশ্বেশ্বর সেন এই জমি দান করেন। এদিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক মিলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গ্রাম পরিক্রমা করে। বৈদিক মন্ত্র উচ্চারণ এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অতিথিদের বরণ করে নেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার সরকার। তাঁদের হাতে তুলে দেওয়া হয় স্মারক-সম্মাননা। দিনটিকে স্মরণীয় করতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।



