বিপিন পালঃ
২৬ সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন সারা ভারত জুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে। পিছিয়ে নেই বীরভূম জেলার খয়রাশোল। খয়রাশোল গ্রামের বিশিষ্টসমাজসেবী মাধব চন্দ্র লাহার উদ্যোগে বহু বিশিষ্টজনদের উপস্থিতিতে আজকের দিনটি পালন করা হলো। সকালে খয়রাশোল থানা সংলগ্ন এলাকার পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তিতে মাল্য দান ও পূষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিত বিশিষ্টসমাজসেবীরা। মাল্যদান পরবর্তীতে খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত বিশিষ্টজনেরা পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জীবনী নিয়ে স্মৃতিচারণা করেন। তাছাড়াও আজকের দিনে বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রায় ১০০ জন ছাত্রছাত্রীকে বর্ণপরিচয়, কলম ও চকলেট দেওয়া হয়। উপস্থিত ছিলেন মূল উদ্যোক্তা মাধব চন্দ্র লাহা, গীতাভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজী মহারাজ, খয়রাশোল থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, বিশিষ্ট সাংবাদিক শম্ভুনাথ সেন, অধ্যাপক ডঃ রবীন ঘোষ, সমাজসেবী শ্যামল গায়েন, তরুন তপন ব্যানার্জী, রজত মুখার্জী, শিক্ষক তপন পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা ও ছাত্রছাত্রীরা।