দীপক কুমার দাসঃ
আজ বীরভূম সাহিত্য পরিষদে বীরভূমের বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্বভারতীর প্রাক্তন ভাইস চান্সেলর প্রয়াত করুণাসিন্ধু দাশ মহাশয়ের ৭৫-তম জন্মদিবস পালিত হলো। প্রধান বক্তা ছিলেন ড্: আদিত্য মুখোপাধ্যায় এবং লোকপাড়া মহাবিদ্যালয়- এর অধ্যক্ষ ড্ঃ মৃণাল কান্তি দাশ মহাশয়। এই গুণী ভূমিপুত্র সম্পর্কে নানাকথা আলোচিত হয়। একটি স্মারক পুস্তক এবং ফোল্ডার প্রকাশিত হয়। স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের কার্যকরী সম্পাদক সরোজ কর্মকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তি কুমার মুখোপাধ্যায় এবং প্রধান অতিথি ছিলেন ডঃ পার্থসারথি মুখোপাধ্যায়। করুণাসিন্ধুবাবু সাহিত্য পরিষদকে দেড় লক্ষ টাকার চেক প্রদান করেন আগামী বছর থেকে ওনার নামে স্মারক বক্তৃতা চালু করার জন্য। বিদ্যাসাগরের জন্মদিনেই করুণাসিন্ধুবাবুর জন্মদিবস পালন করতে গিয়ে প্রাসঙ্গিক ভাবে বিদ্যাসাগর নিয়েও আলোচনা করা হয়। করুণাসিন্ধু বাবুর সুযোগ্য পুত্র ধ্রুবজ্যোতি দাস আবেগঘন কন্ঠে পিতার কথা বলেন। সভায় বহ জ্ঞানী গুণী মানুষ উপস্থিত ছিলেন। সুযোগ্যা সহধর্মিণী মৃদুলা দাস ও উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারু ভাবে সঞ্চালনা করতে সাহায্য করেন নিতাইপ্রসাদ ঘোষ বিমলসোম প্রদীপ মণ্ডল প্রমুখ।