সেখ রিয়াজুদ্দিনঃ
ফুটবল খেলা গ্রামীণ এলাকার মানুষের রক্তে মিশে আছে। খেলার মাধ্যমে মানুষ চরিত্র গঠন করতে পারে, একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে এবং খেলাধুলার ফলে শরীর স্বাস্থ্য ও ভালো থাকে। খেলার মাধ্যমে সম্প্রীতি বজায় রাখে, এক গ্রামের সাথে অন্য গ্রামের সুন্দর সম্পর্ক স্থাপন করে ইত্যাদির কথা মাথায় রেখে বীরভূম জেলার জেলার লোকপুর থানার বামুনিবহাল ফুটবল টিমের উদ্যোগে তিন দিবসের ফুটবল খেলার আয়োজন করা হয়। মোট ১৬ টি দল খেলায় অংশগ্রহণ করে। সোমবার চুড়ান্ত পর্যায়ের খেলায় বীরভূম সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যের দুটি দল শুগুনিভাষা ফুটবল দল ১-০ গোলের ব্যবধানে বাগডহরি ফুটবল দলকে পরাজিত করে জয়ী হয়। বিজয়ী দলের হাতে নগদ সাত হাজার টাকা সহ ট্রফি এবং বিজিত দলের হাতে নগদ পাঁচ হাজার টাকা সহ ট্রফি তুলে দেওয়া হয় উপস্থিত অতিথিদের হাত দিয়ে। এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় আইনজীবী সুনীল কুমার সাহা, খয়রাসোল পঞ্চায়েত সমিতির সদস্য মোহন গোপ, সমাজসেবী দীপক কুমার শীল, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা চায়না বাউরি, প্রাক্তন ফুটবলার রবীন্দ্রনাথ মন্ডল, নিরোজ বাগ্দী প্রমুখ।