সিউড়িতেই স্বর্গোদ্যান, দেখতে গেলে আসতেই হবে রবীন্দ্রপল্লীতে

দীপক কুমার দাসঃ

পুজোর থিমে নতুন চমক। সিউড়ির রবীন্দ্রপল্লীতে তৈরি হয়েছে স্বর্গোদ্যান। সৌজন্যে রবীন্দ্রপল্লী আদি সার্বজনীন দুর্গা পুজো কমিটি। এবারের দুর্গাপুজোর মন্ডপ সাজানো হয়েছে ফোম দিয়ে। মন্ডপের প্রবেশদ্বারের দুই দিকে পরীরা স্বাগত জানাচ্ছে। দুদিকে ফোয়ারা ও জলাশয়। জলে চড়ছে হাঁস। মন্ডপের মাঝখানে দেবাদিদেব শিব। তার নীচে শেতশুভ্র হংস। আর উপবৃত্তাকার মন্ডপ জুড়ে নানা ধরনের গাছ। মর্ত্যের অমরাবতী তথা নন্দনকানন। মন্ডপের ভিতরেও লতানো গাছের সারি। ফুলে ফুলে ভরে আছে। পাকিরা উড়ছে। এবারের থিম ভাবনায় রয়েছেন কাটোয়ার শিল্পী গৌতম দেবনাথ। প্রতিমা তৈরি করা হয়েছে সাবেকী ধাঁচে। প্রতিমা নির্মাণ করেছেন মহঃবাজারের রঘুনাথপুরের মৃৎশিল্পী। আলোকসজ্জাতেও থাকছে বৈচিত্র্য। পুজো কমিটির সম্পাদক গোপীনাথ দাস বলেন, এবারের বাজেট ৭লক্ষ ৩৫হাজার টাকা। যারা বিগত বছরে করোণার প্রাণ হারিয়েছেন তাদের উদ্দ্যেশেই থিম উৎসর্গ করছি। মন্ডপসজ্জা এবারে আমাদের মূল আকর্ষণ। আলোকসজ্জায় বৈচিত্র্য থাকছে। প্রতিদিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *