বীরভূমে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী তৃণমূল

সেখ ওলি মহম্মদঃ

কেষ্ট ম্যাজিক এখনও কাজ করছে বীরভূমে। বীরভূমে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী তৃণমূল কংগ্রেস। গত ১১ সেপ্টেম্বর বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুর এ.এম জুনিয়র হাই মাদ্রাসায় পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস। শাসকদলের পক্ষ থেকে মোট তিনটি আসনের মনোনয়ন পত্র দাখিল করা হলেও আর কোনও দলের প্রতিনিধিরা মনোনয়ন দাখিল করেননি। স্বাভাবিক ভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হাসিল করে শাসকদল। তৃণমূলের পক্ষ থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন গোলাম হোসেন, সেখ তসলিম ও মমতাজ বিবি। কিন্তু শাসকদল ছাড়া অন্য কোন দল মনোনয়ন দাখিল না করায় ভোটপর্ব হয়নি ঠিকই তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসকদলের তিনজন জয়ী প্রার্থীকে নিয়ে আজ ইসলামপুর এ.এম জুনিয়র হাই মাদ্রাসায় বোর্ড গঠন করা হল। এদিন ইসলামপুর এ.এম জুনিয়র হাই মাদ্রাসা পরিচালন কমিটির পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিউল হোসেনের সভাপতিত্ত্বে সেক্রেটারী নির্বাচিত হোন দুবরাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সেখ নাজির উদ্দিন এবং সভাপতি গোলাম হোসেন। এদিন সেখ নাজির উদ্দিন জানান, বিরোধীদের কাছে সেরকম জায়গা নেই। তাই তাঁরা কোনো প্রতিনিধি দিতে পারেনি। কারণ এখানে তো লাঠি নিয়ে মারামারি বা কোনো ঝামেলা নেই। এই জুনিয়র হাই মাদ্রাসা আরও উন্নত হোক এটাই আমরা চাই। পাশাপাশি রাজ্য সরকারের সমস্ত সুযোগ সুবিধা যাতে পায় সেদিকেও নজর দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *