জেলাস্তরে “যুব সংসদ প্রতিযোগিতা” অনুষ্ঠিত হল বীরভূমের রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয়ে

শম্ভুনাথ সেনঃ

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে সম্যক ধারণা দিতে এবং ভবিষ্যতে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর যুব সংসদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২৭-২৮ সেপ্টেম্বর বীরভূমে জেলাস্তরের এই প্রতিযোগিতা এবার অনুষ্ঠিত হয় রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয়ে। ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা ডেপুটি স্পিকার ডঃ আশিস ব্যানার্জি। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সুপ্রিয় দাস, রামপুরহাট মহকুমা শাসক সাদ্দাম নাভাস, জেলা বিদ্যালয় পরিদর্শক চন্দ্রশেখর জাউলিয়া, বোলপুর সাংসদ অসিত মাল, স্থানীয় বিডিও দীপান্বিতা বর্মন প্রমুখ। ব্লক স্তর ও পৌর স্তর পর্যায়ে প্রতিযোগিতায় স্থানাধিকারীদের নিয়ে জেলাস্তর পর্যায়ে এই প্রতিযোগিতায় যুব সংসদ প্রতিযোগিতা, প্রশ্নোত্তর, তাৎক্ষণিক বক্তৃতা এবং প্রবন্ধ লিখন এই চারটি ইভেন্টে বীরভূমের ১৯ টি ব্লক এবং ৬ টি পৌরসভা থেকে মোট ২৫ টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যুব সংসদ প্রতিযোগিতা–‘২০২২’ অংশ নেয়। যুব সংসদ প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে সাঁইথিয়া হাইস্কুল প্রথম, দুবরাজপুর সারদেশ্বরী বালিকা বিদ্যালয় দ্বিতীয় এবং যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করে কুরুম্বা মুকুন্দলাল হাইস্কুল এবং পুরন্দরপুর হাইস্কুল। প্রবন্ধ প্রতিযোগিতায় রামপুরহাট ২ নম্বর ব্লকের সাহাপুর হাইস্কুলের অর্পিতা মহলদার প্রথম স্থান অধিকার করে। অন্যদিকে তাৎক্ষণিক বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেছে নলহাটি ১ নম্বর ব্লকের কয়থা হাইস্কুলের অনিরুদ্ধ দাস। এছাড়া সংসদ বিষয়ক প্রশ্নোত্তর প্রতিযোগিতায় বীরভূম জেলা স্কুল প্রথম এবং চরিত্র গঠন প্রশ্নোত্তর প্রতিযোগিতায় সিউড়ি দু’নম্বর ব্লকের পুরন্দপুর হাইস্কুল প্রথম স্থান অধিকার করে। জেলা স্তর প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীরা আগামী রাজ্যস্তর প্রতিযোগিতায় অংশ নেবে। আজ ২৮ সেপ্টেম্বর স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের হাতে ট্রফি ও শংসাপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদদের সভাপতি ডঃ প্রলয় নায়েক, রামপুরহাট মহকুমা বিদ্যালয় পরিদর্শক গোলাম কিবরিয়া প্রমুখ।

ছবি ও ভিডিও সৌজন্যঃ বর্ণালী রুজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *