বোলপুরে বেসরকারি ব্যাঙ্কে আগুন

সেখ রিয়াজুদ্দিনঃ

বুধবার বোলপুর সুপার মার্কেটে একটি বেসরকারি ব্যাংকে ভয়াবহভাবে আগুন ধরে যায়, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন আসে আগুন নেভানোর জন্য। উক্ত বেসরকারী ব্যাঙ্কে আগুন লাগার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দমকল সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টা নাগাদ আগুন লাগে বোলপুরের ওই বেসরকারি ব্যাঙ্কের শাখায়। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন কিন্তু আগুনের ভয়াবহতা থাকায় আরও একটি দমকলের ইঞ্জিন আসে ঘটনাস্থলে। দমকলের চারটি ইঞ্জিন এলেও আগুনের ভয়াবহতা ব্যপক থাকায় সন্ধ্যা ছটার পর আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়। আশঙ্কা করা হচ্ছে, ব্যাঙ্কের প্রচুর নথিপত্রের সাথে সাথে টাকাও পুড়ে যেতে পারে। তবে ব্যাঙ্কের কর্মীরা সকলেই অক্ষত রয়েছেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই আগুন ধরেছে। কী কারণে আগুন লাগল তা অবশ্য খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। বেসরকারি ব্যাঙ্কের পাশাপাশি রয়েছে অনন্যা মাল্টিস্পেশালিটি নামক বেসরকারি হাসপাতাল। সেখানে অর্থোপেডিক বিভাগ সহ বিভিন্ন বিভাগের রোগীদের অপারেশন করার পর ভর্তি ছিলেন সেই হাসপাতালে। বেসরকারি হাসপাতালের মধ্যে প্রচুর ধোঁয়া ঢুকে পড়ায় সেখানেও আতঙ্কিত হয়ে ওঠে রোগী ও তাদের পরিজন সহ হাসপাতাল কর্তৃপক্ষ। তড়িঘড়ি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় রোগীদের। হাসপাতালে ভর্তিরত ফেন্সি দাস, কল্যাণী সরকার, অন্নপূর্ণা মাঝিরা জানান—গতকালই তাদের অস্ত্রোপচার হয়েছে। হটাৎ হাসপাতালের মধ্যে ধোঁয়া দেখা দেওয়ায় সকলেই চিন্তিত হয়ে পড়েন।তৎপরতার সাথে হাসপাতালের কর্তব্যরত কর্মীরা রোগীদের নিরাপদ জায়গায় নিয়ে যায় বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *