
দীপককুমার দাসঃ
সিউড়ি বড়বাগান প্রান্তিক সংঘের প্রতিমা ও চন্দননগরের আলোকসজ্জা এবার নজর কাড়বে দর্শনার্থীদের। সুউচ্চ মন্দিরের চূড়া ও দেওয়ালে থাকবে রকমারি আলোকসজ্জা। তাই মন্দিরের চূড়ার নীচের অংশ সাদা রঙ করা হয়েছে। সাবেকীয়ানা ছেড়ে প্রতিমা এবার নতুন ধরনের। প্রতিমা নির্মাণ করেছেন মহঃবাজার এর রঘুনাথপুরের মৃৎশিল্পী নিতাই সূত্রধর। পঞ্চমীর দিন থেকে একাদশী পর্যন্ত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। দাবা বিষয়ক আলোচনা ও যোগাসন প্রর্দশন থাকছে। এই প্রান্তিক সংঘের কোষাধ্যক্ষ নিলয় রাহা জানান, আজ দ্বিতীয়ার দিন বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করবেন। পুজোর এবার অন্যতম আকর্ষণ প্রতিমা ও আলোকসজ্জা। পঞ্চমীর দিন থেকে একাদশী পর্যন্ত জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের পুজো কার্নিভ্যালেও আমাদের কমিটি অংশ নেবে।