
সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূম জেলার খয়রাশোল শৈলজানন্দ ফাল্গুনী মহাবিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে সাইবার ক্রাইম সম্পর্কিত এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় বুধবার স্থানীয় কলেজের সভাকক্ষে। দিনদিন মানুষ সজাগ হয়েও না হওয়ার মতো অবস্থা। সাইবার ক্রাইম সংক্রান্ত অপরাধ কমাতে পুলিশের পক্ষ থেকে জেলা সদরে পৃথক ভাবে খোলা হয় সাইবার ক্রাইম সেল। এনিয়ে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানেও প্রচার করা হয়ে থাকে সতর্ক থাকার জন্য। তথাপি প্রতারকদের খপ্পরে পড়ে বহু মানুষ সর্বসান্ত হয়ে পড়ছেন। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ খয়রাসোল কলেজের পড়ুয়াদের নিয়ে রাজ্য স্তরীয় একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিনের কর্মশালায় অনলাইনের মাধ্যমে কলকাতা লালবাজার সাইবার ক্রাইম সেলের ওসি রঞ্জন চক্রবর্তী ক্লাস নেন। সাইবার ক্রাইম রোধ করা সম্ভব যদি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। বিশেষ করে ব্যাংক সহ যেখানে প্রতারকদের ফাঁদে পড়তে হয় ভূয়ো ফোন বা অনলাইনের মাধ্যমে। বিশেষ করে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড সেইটা সম্পর্কে মানুষ সচেতন থাকলে প্রতারকের হাত থেকে রক্ষা পেতে পারেন। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা সাইবার ক্রাইম সেলের এস আই রহুল আমিন, লোকপুর থানার এসআই অমিত প্রামানিক, কলেজের অধ্যাপিকা সহ বহু বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।