শম্ভুনাথ সেনঃ
রাত পোহালেই ষষ্ঠী। দুর্গোৎসবকে ঘিরে মেতে উঠছে বাংলা ও বাঙালি। বীরভূমের দুবরাজপুর পৌরশহরে বেশ অনেকগুলি দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আজ ৩০ সেপ্টেম্বর পঞ্চমীর সন্ধ্যায় দুবরাজপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন (DSA) পরিচালিত ১৩ তম দুর্গোৎসবের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পান্ডে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুবরাজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আফরোজ হোসেন, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, বীরভূম জেলার সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় প্রমুখ। DSA এবারেও দুবরাজপুর সারদা ফুটবল ময়দানে নতুন আঙ্গিকে গড়ে তুলেছে প্যান্ডেল ও প্রতিমা। এবার তাদের ১৩ তম বর্ষে নতুন ভাবনায় পুজোর থিম “বাংলা ও বাঙালিয়ানা”।