মেহের সেখঃ
শুক্রবার মহাপঞ্চমীর দিন সকাল ১০ টায় রাঢ় সৃজনীর উদ্যোগে সিউড়িতে বীরভূম সাহিত্য পরিষদের শতবার্ষিকী কক্ষে অধ্যাপক ডঃ তপন গোস্বামী সম্পাদিত ‘সৃজনকথা’ (২২ বছরের পুরোনো) সাহিত্য পত্রিকার সপ্তবিংশতি তম শারদ সংখ্যা প্রকাশ করেন বীরভূম গবেষক ডঃ আদিত্য মুখোপাধ্যায় এবং কবি দেবাশিস দাশের ‘মাটির গাঁয়’ নামের কবিতার বইটির মোড়ক উন্মোচন করেন বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড: পার্থসারথি মুখোপাধ্যায়। সৃজনকথা সাহিত্য পত্রিকার সম্পাদক ড: তপন গোস্বামী দেবাশিস দাশের কবিতার বই নিয়ে ও সৃজনকথা পত্রিকা নিয়ে বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে নতুন প্রযুক্তি ও পত্রিকা প্রকাশ নিয়ে বক্তব্য রাখেন অসীম চট্টরাজ এবং লিটিল ম্যাগাজিনের আকর্ষিত ক্ষেত্র নিয়ে বক্তব্য রাখেন আশিস চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে তাপস চট্টরাজ, অসীম শীল, বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়, আশিস মুখোপাধ্যায়, রামানুজ মুখোপাধ্যায়, অমর দে, সন্দীপন রায়, দেবকুমার দত্ত, প্রদীপ মণ্ডল প্রমুখ কবিরা কবিতা পাঠ করেন এবং সুপর্ণা দাশরায়, মদনমোহন পাল, সোহম ভট্টাচার্য প্রমুখ সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বামদেব মুখোপাধ্যায় ও জয়া মুখোপাধ্যায়।