শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর পুরশহরে অন্যতম নজরকারা দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে রঞ্জনবাজার “উত্তরাঞ্চলে”। এবার তাদের ৪২ তম ভাবনা “বীরভূমী”। প্রতিমা নির্মাণে এক আলাদা সাবেকিয়ানা। সাজসজ্জায় বীরভূমের তাঁতবস্ত্র। বীরভূমের তীর্থস্থান, হস্তশিল্প, জেলার কৃতি সন্তানদের প্রতিচ্ছবি ধরা পড়েছে তাদের পূজামন্ডপে। সব মিলিয়ে এবারের বাজেট রয়েছে ১৪ লাখ টাকা। সে কথায় জানিয়েছেন পুজো কমিটির অন্যতম সম্পাদক শুভজিৎ দে। আজ ৩০ সেপ্টেম্বর পঞ্চমীর সন্ধ্যায় দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক রূপে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সমাহর্তা বিধান রায়। সংগে ছিলেন দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পান্ডে, থানার ভারপ্রাপ্ত আধিকারিক আফরোজ হোসেন, দুবরাজপুর বিডিও রাজা আদক প্রমুখ।