সেখ রিয়াজুদ্দিনঃ
জাতীয় যক্ষা নির্মূল কর্মসূচির আওতায় যক্ষা রোগীর জন্য সামাজিক সহায়তা প্রকল্পে নি-ক্ষয় মিত্র বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শুক্রবার রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে। রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামক স্বেচ্ছাসেবী সংগঠন রাজনগর ব্লক এলাকার ৮জন যক্ষা রোগীকে দত্তক নেওয়ার অঙ্গীকার করলেন উপস্থিত বিশিষ্ট জনদের সাক্ষাতে। জানা যায় ইতালির মিশন ক্যালকাটা অনলুসের আর্থিক সহায়তায় রাজনগর রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামক সংস্থাটি আগামী এক বছরের জন্য উক্ত ৮ জন যক্ষা রোগীদের দত্তক নিলেন। সংগঠনের কর্নধার রাখি ব্যানার্জী জানান টিবিমুক্ত বাংলা করার লক্ষ্যে এই উদ্যোগ, আগামী এক বছর পর্যন্ত দত্তক নেওয়া টিবি রোগীদের প্রতি মাসে পুষ্টিকর যুক্ত খাবার তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে।সূচনা লগ্নেই রাজনগর হাসপাতালের সভায় আগত অঙ্গীকারবদ্ধ দত্তক নেওয়া রোগীদের হাতে এদিন সয়াবিন, মসুর ডাল, সরষের তেল, ছোলা, হরলিক্স বিস্কুট, চিড়ে প্রভৃতি পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়। পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে উক্ত দুস্থ টিবি রোগীদের মুখে হাসি ফোটাতে তথা অন্যদের সাথে আনন্দে সামিল করার লক্ষ্যে সকলকে নতুন বস্ত্র প্রদান করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ পালিত, রাজনগর ব্লক স্বাস্থ্য আধিকারিক ড: তীর্থঙ্কর সিনহা, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, স্বাস্থ্য কর্মী তন্ময় মুখার্জি, উজ্জল চৌধুরী, শৈলেন মন্ডল এবং সংগঠনের পক্ষে ছিলেন সভাপতি রাজু রায়, এমেল হেমরম, রতন টুডু, খান আরশাদ, সমাজসেবী সৌমিত্র সিংহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।