দুর্গোৎসব উপলক্ষে বীরভূমের সিউড়ীতে দর্শকদের নিঃখরচায় দেওয়া হবে আইনী সহায়তা ও পরামর্শ

শম্ভুনাথ সেনঃ

দুর্গাপুজো দেখতে আসা মানুষজনদের বিনামূল্যে দেওয়া হবে আইনী পরামর্শ। বীরভূমের সিউড়িতে ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় আইনী পরিষেবা স্টলের উদ্ভোধন করলেন বিচারক দেবজ্যোতি মুখোপাধ্যায়। জেলা সদর সিউড়ীর ইরিগেশন কলোনীর মাঠে বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির তরফে একটি স্টল নির্মান করা হয়েছে। যেখানে পুজো পাঁচদিনই দফতরের আইনী সহায়ক এবং আইনজীবিরা উপস্থিত থাকবেন। সাধারণ মানুষ তাদের আইনী পরামর্শের জন্য আসবেন। বিনা খরচে দেওয়া হবে আইনী পরামর্শ। ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব তথা বিচারক দেবজ্যোতি মুখোপাধ্যায় এদিন এই স্টলের উদ্বোধন করেন। তিনি বলেন, দুর্গাপুজোর পাঁচ দিন সাধারণ মানুষকে নিঃখরচায় দেওয়া হবে আইনী পরামর্শ ও সহায়তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *