
সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের আধিকারিক রায়া দাস সাংবাদিকদের এক সাক্ষাতকারে সংগঠনের ক্লিন ইণ্ডিয়া ২.০ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান। ১ অক্টোবর ২০২২ থেকে ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রালয়ের অধীনে বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং জেলার বিভিন্ন যুব ক্লাবের পরিচালনায় সমগ্র জেলাজুড়ে ক্লিন ইন্ডিয়া ২.০ অনুষ্ঠানটি আয়োজিত হবে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছতা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনে সকল শ্রেণীর মানুষকে উদ্বুদ্ধ করা। জেলা যুব আধিকারিক জেলাবাসীদের উদ্দেশ্যে আহ্বান জানান যে, সমস্ত মানুষ যেন সক্রিয়ভাবে এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন এবং গণ-আন্দোলনে রূপান্তরিত করে আবর্জনা মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এগিয়ে যেতে।