মেহের সেখঃ
লাভপুরের বাকুল জুভেনাইল ক্লাবের সভ্যবৃন্দ এলাকার বিভিন্ন ধরনের সমাজসেবামূলক এবং সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্যে নিজেদের যুক্ত রাখেন। করোনা মহামারীর সময় তারা অনেক গরীব দুঃখী পরিবারের পাশে দাঁড়িয়েছিল। ২৮ বছরে পদার্পণ করলো তাদের সার্বজনীন দুর্গোৎসব। শুক্রবার মহাপঞ্চমীর রাত্রি ৯ টা নাগাদ লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ফিতে কেটে বাকুল জুভেনাইল ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করেন। এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবন্ধু অমরচাঁদ কুন্ডু, আব্দুল মান্নান, শোভন চৌধুরী প্রমুখ। এখানে পুজো শুধু জাকজমকপূর্ণ নয়, এখানে ভক্তি-নিষ্ঠা-নিয়মের মধ্যে পূজা-অর্চনা করা হয়। এখানে পঞ্চমীর দিন থেকে একাদশীর দিন পর্যন্ত মা দুর্গার পুজার্চনার সাথে সাথে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এসব কর্মকান্ডের মূলে রয়েছেন জুভেনাইল ক্লাবের সভাপতি সুখেন্দ্রনাথ আচার্য্য, সম্পাদক চিত্তরঞ্জন ভট্টাচার্য এবং সৌরীন আচার্য্য, রাহুল আচার্য্য, পৃথীরাজ ভট্টাচার্য, শিবব্রত চৌধুরী, অর্পণ আচার্য্য, সুদীপ্ত আচার্য্য প্রমুখ ক্লাবের সভ্যবৃন্দ।