সেখ রিয়াজুদ্দিনঃ
আগামী ৯ অক্টোবর রবিবার সমগ্র বিশ্বের পাশাপাশি বীরভূম জেলার খয়রাশোল থানা এলাকার মুসলিম অধ্যুষিত গ্রামগুলিতেও পালিত হবে বিশ্ব নবী দিবস। শনিবার এই উপলক্ষে খয়রাশোল থানায় এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় প্রশাসনিক কর্মকর্তা, এলাকার সমাজসেবী সহ বিভিন্ন গ্রাম থেকে আগত বিশ্ব নবী দিবস পালন কারীদের প্রতিনিধি বৃন্দদের মধ্যে। বিশ্ব নবী দিবস উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও এলাকায় এলাকায় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা কোথা থেকে শুরু কোন পথ দিয়ে যাতায়াত করে, কত লোকের সমাগম ঘটে, বাইক কতগুলো থাকবে ইত্যাদি তথ্য আদান-প্রদান হয় প্রশাসন ও বিশ্ব নবী দিবস পালন কমিটির সদস্যদের সাথে। বিশ্ব নবীর যে বার্তা শান্তি, সেই শান্তি-শৃঙ্খলা যেন বজায় থাকে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মূলত আজকের বৈঠক। এছাড়াও আলোচনায় উঠে আসে যে, বিনা হেলমেটে মোটর বাইক চালানো এবং দুজনের বেশি বাইকে চাপানো নিষেধ তাছাড়া ডিজে বক্স বাজানো নিষেধ বলে প্রশাসনের পক্ষ থেকে কমিটির সদস্যদের জানানো হয়। এদিন শান্তি কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম ফিরোজ হোসেন, দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর মাধবচন্দ্র মন্ডল, খয়রাশোল থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জি, এসআই প্রশান্ত ব্যানার্জি, বিশিষ্ট সমাজসেবী সৌগত মুখার্জি ও সপ্তম গোপ সহ বিশ্ব নবী দিবস পালন কমিটির সদস্যবৃন্দ।