সেখ রিয়াজুদ্দিনঃ
বৃহস্পতিবার এরপর শুক্রবার সন্ধ্যায় ফের খয়রাশোল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় থানার দহল গ্রামে অতর্কিতে হানা দিয়ে দুজনের বাড়ি থেকে অবৈধ মজুদকৃত কয়লা বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। জানা যায় পাঁচড়া অঞ্চলের দহল গ্রামের শেখ আনার এর বাড়ি থেকে কুড়ি টন এবং শেখ সাফান নামে অপর ব্যক্তির বাড়ি থেকে চল্লিশ টন কয়লা বাজেয়াপ্ত করা হয়। এদিন খয়রাশোল থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জীর নেতৃত্বে এসআই প্রশান্ত ব্যানার্জি ও এএসআই চিন্ময় চ্যাটার্জী সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে অতর্কিতে হানা দিয়ে একই গ্রামের দুজনের বাড়ি থেকে ৬০ টন কয়লা বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। অভিযুক্তরা গ্রামে পুলিশ ঢোকার খবর পেয়েই গা ঢাকা দেয়। দুজনের নামে থানায় অভিযোগ দায়ের হয় এবং তাদের খোঁজে নেমেছে খয়রাশোল থানার পুলিশ। উল্লেখ্য আগের দিন ঠিক একই গ্রামে শেখ নুরুদ্দিনের খামারবাড়ি থেকে প্রায় ৭০ টন কয়লার উদ্ধার করে খয়রাশোল থানা পুলিশ।