মহঃ সফিউল আলম
রাজনগর থানার সামনের গুরুত্বপূর্ণ রাস্তাটির পাশে ড্রেন অবিলম্বে নির্মাণ করা হোক৷ এমনই দাবিতে সোচ্চার এলাকার মানুষজন তথা বাসিন্দারা৷ ড্রেন না থাকায় বিভিন্ন দোকান ও বাড়ি থেকে বের হওয়া জল (বেশির ভাগ ক্ষেত্রে নোংরা, অপরিস্কার জল) রাস্তার উপর দিয়েই বয়ে যাচ্ছে৷ রাস্তার বিভিন্ন স্থানে প্রায়শ জল কাদা জমেও থাকছে৷ যান বাহন পেরিয়ে যাওয়ার সময় জমে থাকা নোংরা জল, কাদা ছিটকে যাচ্ছে৷ লোকজনের গায়ে, পোশাকেও লাগছে৷ প্রতিদিন এমন দুর্ভোগ চলছে৷ কিন্তু তা সত্বেও হেল দোল নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের৷ বাসিন্দারা বলেন, বড়বাজার, ছোটবাজার, থানা, হাইস্কুল, বেসিকস্কুল, হাট, বাজার, পোস্ট অফিস, মন্দির, মসজিদ সহ অন্যত্র বহু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন৷ যাতায়াতের পথে এমন সমস্যার সম্মুখীন সকলে৷ অবিলম্বে ড্রেন তৈরি করা হোক৷ এবিষয়ে তাঁরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন৷ তবে ঠিক কবে এই সমস্যার সমাধান হয় সেটাই দেখার৷