মহঃ সফিউল আলম
সাধারণ মানুষ দীর্ঘ কয়েক দশক থেকে দাবি জানিয়ে আসছেন যাতে প্রাচীন ঐতিহাসিক কেন্দ্র রাজনগরে একটি স্থায়ী বাসস্ট্যান্ড গড়ে তোলা হয়৷ বহুবার এই নিয়ে বিভিন্ন মহল থেকে সোচ্চার হতে লক্ষ্য করা গিয়েছে অনেককে৷ একাধিক বার এনিয়ে বৈঠক, আলোচনা হয়েছে বিভিন্নস্তরে৷ সরকারীভাবেও উদ্যোগ নেওয়া হয় প্রাথমিকভাবে৷ একটা সম্ভাবনাও তৈরি হয়েছিল৷ কিন্তু আজও তা গড়ে না ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে৷ বাসিন্দাদের বক্তব্য, বর্তমানে রাস্তার উপরে, অনেকের বাড়ি বা দোকানের সামনেই বাসগুলি দাঁড় করানো থাকে৷ স্থায়ী বাসস্ট্যান্ড গড়ে তোলা খুবই জরুরি৷ সেটি গড়ে উঠলে একই সাথে একাধিক দোকান, শৌচাগার, প্রস্রাবাগার, পর্যাপ্ত পানীয় জলের সুব্যবস্থা, অটো, টোটো, ফোর হুইলার স্ট্যান্ড, ভালো খাবারের দোকান, হোটেল, লজ প্রভৃতিও পাশাপাশি গড়ে উঠতে পারে৷ অসংখ্য মানুষের রুজি রোজগারের পথ খুলে যাবে৷ বাস ও পরিবহন কর্মীদের নিরাপত্তাও সুনিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন অনেকে৷ উল্লেখ্য, রাজনগর থেকে বা রাজনগরের উপর দিয়ে সিউড়ি, জয়পুর, বোলপুর, কীর্ণাহার, সাঁইথিয়া, দুবরাজপুর, খয়রাশোল, বাবুইজোড়, আসানসোল, দুর্গাপুর, ঝাড়খন্ডের কুন্ডহিত, নলা, জামতাড়া প্রভৃতি রুটে নিয়মিত বহু বাস চলাচল করে৷ রাত্রে একাধিক বাসকে রাজনগরে থাকতে লক্ষ্য করা যায়৷ প্রাচীন ঐতিহাসিক স্থান হওয়ায় বহু পর্যটকও রাজনগর বেড়াতে আসেন৷ কিন্তু পার্কিং এর সুবিধা নেই৷ অন্যান্য একাধিক সমস্যা রয়েছে৷ ফলে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে অবিলম্বে সরকারী উদ্যোগে প্রয়োজনে বেসরকারী সংস্থার সহযোগিতায় রাজনগরে সুপরিকল্পিত আধুনিকমানের একটি বাস টার্মিনাস তথা বাসস্ট্যান্ড নির্মাণ করা হোক৷ এবিষয়ে সংশ্লিষ্ট পদস্থকর্তা ও জেলাস্তরের আধিকারিকদের এবং একই সাথে জন প্রতিনিধি, বিধায়ক, সাংসদদেরও দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এলাকাবাসীর পক্ষ থেকে৷