বীরভূমের কড়িধ্যায় অসহায় মায়েদের জন্য বৃদ্ধাশ্রমের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার

শম্ভুনাথ সেনঃ

“একটি মানুষের চরিত্র, জীবন কতটা সুন্দর হবে তা নির্ভর করে তার মানসিকতার উপর”। কথাগুলি বলেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী। আজ তাঁর ১৫৪ তম জন্মদিন। ২ অক্টোবর তাঁর এই জন্মদিনটিকে স্মরণীয় করতে বীরভূমের সিউড়ি সংলগ্ন কড়িধ্যা শালবুনি আদিবাসী পাড়ায় একটি বৃদ্ধাশ্রমের উদ্বোধন হলো। অসহায়, সম্বলহীন মায়েদের জন্য এই বৃদ্ধাশ্রমের যিনি প্রতিষ্ঠাতা তার নাম ছবিলা খাতুন। সিউড়ি সাইবার ক্রাইম থানায় লেডি কনস্টেবল পদে তিনি কর্মরত। তাঁর বাড়ি মহম্মদবাজারে। তাঁর নিজস্ব উদ্যোগে নির্মিত এই বৃদ্ধাশ্রমের আজ উদ্বোধন করেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি। ছবিলা জানিয়েছেন ছোটবেলা থেকেই অসহায় মানুষের জন্য কিছু করার ইচ্ছে ছিল। পুলিশের চাকরি করতে এসে সে দেখেছে সহায় সম্বলহীন নারীদের দুর্দশা। সেই ভাবনা থেকেই তার স্বপ্নের গাড়ি বিক্রি করে “ছবির স্বপ্নপুরী বৃদ্ধাশ্রম” নামে তিনি এই প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। দুটি রুমে ২০ সিটের এই বৃদ্ধাশ্রমে জায়গা পাবে অসহায় মায়েরা। বিনামূল্যে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে এই বৃদ্ধাবাসে। উদ্বোধন করতে এসে পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান “বছর খানেক আগেই তাঁর এই ভাবনা তিনি আমাদের জানিয়েছিলেন”! জেলা পুলিশের পক্ষ থেকেও তাঁর স্বপ্ন পূরণের চেষ্টা চালানো হয়। আগামী দিনেও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে তিনি আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *