শম্ভুনাথ সেনঃ
মহা অষ্টমী-নবমীর সন্ধিক্ষণে বীরভূমের দুবরাজপুর একটি ব্যতিক্রমী “জয়তারা” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কতদিনের পুরোনো এই রীতি তা বলা বড় কঠিন। এই নিয়ে রয়েছে বহু জনশ্রুতি। তবে আজও অষ্টমীর বলী শেষ হতেই এখানে কিশোর, যুবারা টাঙি, কাটারী ঢাল, তরোয়াল, বল্লম, দা এমন নানা অস্ত্রশস্ত্র হাতে উল্লাসে নাচতে নাচতে শোভাযাত্রা নিয়ে দুবরাজপুর পৌর শহর পরিক্রমা করে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, উৎসবের আনন্দ যাতে অমলিন থাকে সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এমন “জয়তারা” অনুষ্ঠান জেলার বুকে শুধু দুবরাজপুর শহরেই অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান দেখার জন্য সন্নিহিত গ্রাম থেকেও বহু দর্শনার্থীদের ভিড় জমে।