
সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূমের ঝাড়খণ্ড সীমান্তবর্তী কাঁকরতলা থানা এলাকার পেঁচালিয়া গ্রামের পাশেই পরিত্যক্ত কুঁয়োর মধ্যে থেকে সোমবার এক পুরুষ ও এক মহিলার বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করে কাঁকরতলা থানার পুলিশ। অজ্ঞাত পরিচয়হীন বস্তায় ভরা দুজনের মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বীরভূম জেলার দক্ষিণ পশ্চিমের শেষ প্রান্তে কাঁকরতলা থানার ঢিলছোড়া দুরত্বের মধ্যেই ঝাড়খন্ড রাজ্যের দুই থানা এলাকা অবস্থিত নলা এবং বাগডহরী। যুগল মৃতদেহ ঘিরে তিন থানা এলাকায় চলছে নিখোঁজ থাকা পরিবারের সন্ধান।মৃতদেহ দুটি নিয়ে ধন্দে কাঁকরতলা থানার পুলিশ, কে বা কারা, কিভাবে কুঁয়োর মধ্যে এখানে ফেলে গিয়েছে। মৃতদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তাদের পরিচয় জানতে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানা যায়।

