সেখ রিয়াজুদ্দিনঃ
খয়রাশোল ব্লকের নাকড়াকোন্দা গ্রামের মহেশচন্দ্র মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত প্রায় ২২০ বছরের প্রাচীন দুর্গাপূজা, যা মুখার্জী পরিবারের পুজো হিসেবে এলাকায় চিহ্নিত। বিজয়াদশমীর দিনেই করা হয় মায়ের বিসর্জন। বুধবার বিসর্জন উপলক্ষে মুখার্জী পরিবারের মহিলারা দেবী বরণ ও সিন্দুর খেলায় মেতে ওঠেন। একে অপরের গালে সিন্দুর দিয়ে রাঙিয়ে তোলেন, সেই সাথে ঢাকের তালে তালে চলে নৃত্য। বিসর্জনের পথে বের করা হয় শোভাযাত্রা, মুখার্জী পরিবারের লোকজন সমবেত হন সেই শোভাযাত্রায়। মুখার্জী পরিবারের আত্মীয়স্বজন, কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থাকা অন্যান্য সদস্যরাও পুজোয় এই কয়েকদিন গ্রামে একত্রে থেকে আনন্দের সাথে কাটান বলে মুখার্জী পরিবার সূত্রে জানা যায়। কোলকাতা থেকে মামার বাড়িতে পুজোয় অংশগ্রহণকারী শতাব্দী বন্দোপাধ্যায় থেকে শুরু করে রীতুপর্ণা মুখার্জী, অনীতা মুখার্জী, অর্পীতা মুখার্জী সহ অন্যান্য সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মুখার্জী পরিবারের পুজো সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানান মুখার্জী পরিবারের সদস্য অরিন্দম মুখার্জী।