দীপক কুমার দাসঃ
সিউড়িতে আজ সন্ধ্যায় বিসর্জনের কার্ণিভাল। বেনীমাধব ইনষ্টিটিউশনের মাঠ থেকে শুরু হবে এই কার্ণিভাল। এসপি মোড় পর্যন্ত যাবে এই কার্ণিভাল। সার্কিট হাউসের কাছে তৈরী হয়েছে মঞ্চ। সেখান থেকে কার্ণিভালে অংশগ্রহণ করা পুজো কমিটি গুলিকে শুভেচ্ছা জানানো হবে প্রশাসনের পক্ষ থেকে। রাস্তার দুধার আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। দেখুন ৬ অক্টোবর রাতের প্রস্তুতির এক ঝলক।
এবার দেখে নেওয়া যাক আজকের এই প্রস্তুতির কিছু অংশ। চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। ২০২২ সালে প্রথমবার জেলায় জেলায় এই পুজোর কার্ণিভালের আয়োজন করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নির্দেশে। শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত বীরভূমের প্রশাসনিক মহল, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা থেকে শুরু করে সকলে। আর কিছু সময়ের অপেক্ষা। সঙ্গে থাকুন। নয়াপ্রজন্ম আপনাদের সামনে নিয়ে আসবে সেই মূহুর্তেরও কিছু ভিডিও।