ভাস্কর মন্ডলঃ
বীরভূম জেলার পাইকর থানার তীরগ্রামে আনুমানিক ৪০০ বছরের পুরোনো তারা মায়ের পুজো, কিংবদন্তি তীরগ্রামের বন্ধ্যোপাধ্যায় পরিবারের বংশ পরমপরায় পুজো আজও চলে আসছে। শুভ বিজয়ার শেষার্ধে ত্রয়োদশী ও চতুদর্শীর সন্ধিক্ষনে এই তারা মায়ের পুজো পুজিত হয়। দেবব্রত ঘোষ জানালেন কর্মসুত্রে যে যেখানে থাকুক না কেন এই মেঠো পথ দিয়ে গ্রামে হাজির হয়। গ্রামটির বৈচিত্র্য লক্ষ করলে দেখা যাই সুজলা-সুফলা-শস্য-শ্যামলা। কথিত আছে এই বন্দ্যোপাধ্যায় পরিবারের কোন এক যুগপুরুষ তারাপিঠের তারা মা দর্শন করতে হাঁটা পথে যাচ্ছিলেন, পথে মধ্যে তাঁকে স্বপ্নাদেশ দেয় যে তুই বাড়ি গিয়ে আমার মূর্তি তৈরি করে আমার পুজোর ব্যবস্থা কর। সেই সুত্র ধরেই আজও এই প্রথা মেনে পুজোর দিন তালপাতা সেঁকে সুসজ্বিত ভাবে তারা মা পুজিত হয়ে আসছেন। তবে এই তারাপূজা উপলক্ষ্যে ‘তীরগ্রাম যুব সংঘ মাঠে’ প্রতিবছরের ন্যায় এ-বছরও কচিকাঁচাদের নিয়ে ফুটবল খেলা জমে উঠেছিল চোখে পড়ার মত সাথে তারামন্দির প্রাঙ্গণে দুদিন ধরে চলে মিলন মেলা দেখা হয় গ্রামের মানুষের সাথে দূর দূরান্তে যারা থাকেন। অশান্তি ও ঝামেলা এড়াতে রাখা হয় পুলিশ প্রশাসন।