বীরভূম জেলায় উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছাত্রীদের সংখ্যা বেশি

সন্তোষ পাল

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদ পরিচালিত আজ শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার রাজ্যে মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ৪৫ হাজার। উল্লেখ্য, করোনা আবহে গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি এবং দুই হাজার কুড়ি সালে করোনার জন্য বেশ কয়েকটি বিষয়ের পরীক্ষা নেওয়া যায়নি। তবে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে হোম সেন্টারে। বীরভূম জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৭৮২৮ জন, তারমধ্যে ছাত্রের সংখ্যা ১২৪১৬ জন এবং ছাত্রীর সংখ্যা ১৫৪১২ জন। তুলনামূলকভাবে ছাত্রীদের সংখ্যা বেশি। জেলায় মোট ২৫৫টি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র রয়েছে বলে জানা যায় জেলা উচ্চমাধ্যমিক সংসদ সূত্রে। গতবার পরীক্ষা না হওয়ার জন্য এবং এবছর হোম সেন্টারে পরীক্ষা হওয়ার কারণে পড়ুয়াদের উন্মাদনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *