লাভপুরের গঙ্গারামপুর গ্রামে বিশ্ব নবী দিবস উদযাপন

মেহের সেখঃ

বিশ্ব শান্তি, সৌভ্রাতৃত্ব এবং মানব সমাজের সর্বাঙ্গীণ কল্যাণ কামনার মূর্ত প্রতীক হজরত মহম্মদ (সাঃ) ৫৭০ খ্রিষ্টাব্দে আরবি রবিউল আওয়াল মাসের ১২ তারিখে মক্কার কোরায়েশ বংশে জন্মগ্রহণ করেন। হজরত মহম্মদ (সাঃ)–এর জন্মদিনটিতে বিশ্ব জুড়ে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা বিশ্ব নবী দিবস হিসেবে পালন করেন। আজ আরবি রবিউল মাসের ১২ তারিখ তথা হজরত মহম্মদ (সাঃ)-এর জন্মদিন। প্রতি বছর হজরত মহম্মদ (সাঃ)-এর জন্মদিনটিতে লাভপুরের গঙ্গারামপুর গ্রামের বাসিন্দারা বিশ্ব নবী দিবস উদযাপন করেন। এদিন অল্প বয়সি মেয়েরা এবং আট থেকে আশি বছর বয়সি পুরুষেরা বিশ্ব নবী হযরত মহম্মদ (সাঃ)-এর পবিত্র বানী গুলো মানুষের মধ্যে পৌঁছে দিতে মিছিল করে গোটা গ্রাম পরিক্রমা করেন। গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহমান এবং মহম্মদ সুজাউদ্দিনরা জানিয়েছেন—বিশ্ব নবী দিবস উপলক্ষে প্রতি বছর তাদের গ্রামের পক্ষ থেকে এই ধরণের শোভাযাত্রার আয়োজন করা হয় এবং হজরত মহম্মদ (সাঃ)-এর পবিত্র বানী গুলো মানুষের কাছে তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *