মহঃ সফিউল আলমঃ
ইতিহাস প্রসিদ্ধ, সম্প্রীতির নগর রাজনগরে প্রতি বছরের মতো এবছরও ১২ রবিয়ল আউয়ল ফাতেহা দোয়াজ দহম তথা জশনে ঈদ মিলাদুন নবী উদযাপন করা হয় যথাযোগ্য মর্যাদায়৷ সেই সাথে আকর্ষণীয় বর্ণাঢ্য শোভাযাত্রাও বের করা হয়৷ পরিচালনায় রাজনগর রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটি৷ ৯ অক্টোবর সকালে মাদ্রাসা তথা ইমামবাড়া প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়৷ বিভিন্ন রাস্তা ধরে এলাকা পরিক্রমা শেষে পুনরায় ইমামবাড়া ও গোহাট প্রাঙ্গণে সেটি ফিরে আসে৷ এলাকার বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষ সেখানে ভিড় করেন৷ ইসলামিক পতাকা উত্তোলন করেন রাজনগর রাজ পরিবারের পক্ষ থেকে রাহে ইসলাম সভাপতি নজমুল আলম খান (আমন)৷ রাহে ইসলাম সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তা সদস্যরাও উপস্থিত ছিলেন৷ মিলাদ, ফাতেহা, সিন্নির আয়োজন ছিল৷ শান্তি সম্প্রীতির বার্তাও দেওয়া হয়৷ স্থানীয় পুলিশ প্রশাসনের তৎপরতাও ছিল যথেষ্ট৷ এদিন হাজির ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু সহ অন্যান্যরা৷ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা৷ আয়োজক পরিচালক রূপে রাহে ইসলাম কমিটিকে সাধুবাদ জানান এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের পাশাপাশি সাধারণ নাগরিকবৃন্দ৷ যাবতীয় কর্মসূচি এদিন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়৷৷