দীপক কুমার দাসঃ
সিউড়ির ভট্টাচার্য পাড়ার বন্দ্যোপাধ্যায় পরিবারের অর্কভিলা বাড়িতে ১০৪ বছরের লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হচ্ছে। এই পুজোর সুচনা হয়েছিল ১৯১৮ সালে। রাজনগরের রাণীগ্রামে এই পুজোর সূচনা করেছিলেন অনিল চন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরে ১৯৭০ সালে রাজনগরের রাণীগ্রাম থেকে অনিল চন্দ্র বন্দ্যোপাধ্যায় সিউড়িতে পরিবার নিয়ে চলে আসেন। তখন থেকেই সিউড়িতে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর এই লক্ষ্মী পুজোর ১০৪ বছর। এখানে তিনদিন ধরে লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয়। শেষ দিন প্রতিমা বিসর্জনের পর বাড়ির উঠোনে সারাবছর ধরে লক্ষ্মীর ভাঁড়ে জমানো কয়েন হরিলুট দেওয়া হয়। আর হরিলুটের একটি কয়েন আবার লক্ষ্মীর ভাঁড়ে রেখে দেওয়া হয়। এখন এই পুজোর দ্বায়িত্ব পালন করছেন অশোক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এখানের প্রতিমার বিশেষত্ব হলো লক্ষ্মীর বাম পায়ের উপর ডান পা থাকে, গাত্রবর্ণ হলুদ রঙের।