বীরভূমের দক্ষিণগ্রামে লক্ষ্মীর ভান্ডার প্রাপক মায়েদের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে কোজাগরী লক্ষ্মীপূজা

শম্ভুনাথ সেনঃ

ধনের অধিষ্ঠাত্রী দেবী মালক্ষ্মী। আজ পূর্ণিমা তিথিতে সারা রাজ্যের সঙ্গে বীরভূমেও গ্রামে গ্রামে অনুষ্ঠিত হচ্ছে কোজাগরী লক্ষ্মীপূজা। বীরভূমে সবচেয়ে প্রাচীন লক্ষ্মীপূজা হচ্ছে ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের ঘোষগ্রামে। অন্যদিকে এই ব্লকের অন্তর্গত দক্ষিণগ্রাম পঞ্চায়েতের দক্ষিণগ্রামে প.ব.সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রাপক গৃহবধূরা কোজাগরী লক্ষ্মী পূজার আয়োজন করে। এই নিয়ে তাদের দ্বিতীয় বর্ষের লক্ষ্মীপুজো অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন গৃহবধূ শম্পা নাগ। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাওয়া তাদের জমানো টাকায় এই পুজো পরিচালিত হচ্ছে। সহযোগিতার হাত বাড়িয়েছে স্থানীয় আমরা ক জন সংঘ। গত বছরের মত এবারও এই পূজার সমস্ত কার্য পরিচালনা করেন ঘরের মা ও মেয়েরা। রিতা রুজ, পিংকি দে, মানসী নাগ এমন ১৫ জন উপবাসী গৃহবধুরা সকাল থেকে এই পূজার আয়োজনে ব্যস্ত ছিলেন। রাতে ৫০০ জনকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়।

One thought on “বীরভূমের দক্ষিণগ্রামে লক্ষ্মীর ভান্ডার প্রাপক মায়েদের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে কোজাগরী লক্ষ্মীপূজা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *