মেহের সেখঃ
কৃষিপ্রধান ষাটপলসা গ্রামে দুর্গাপুজো হলেও তেমন ধুমধাম করে হয় না। এই গ্রামের মানুষজন বছরভর অপেক্ষা করে থাকেন ধনদেবী লক্ষ্মী পুজোর অপেক্ষায়। একশো ছয় বছরের পুরোনো এই লক্ষ্মী পুজো উপলক্ষ্যে গ্রামে দশদিনের গ্রাম্য মেলা বসে। ছয় শতাধিক দোকানপাট বসে এবং দশ দিনই মেলায় বাউলগান, ভাদু গান ইত্যাদি লোকায়ত সঙ্গীত থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ষালপলসা গ্রামেরই বাসিন্দা অতীশচন্দ্র ভল্লা, গোপাল চৌধুরী, দেবজিৎ দাস, কৌশিক মণ্ডলরা জানিয়েছেন—-ষাটপলসা গ্রামের লক্ষ্মীপুজো দেখার জন্য এবং লক্ষ্মীপুজোর দশ দিনের মেলা দেখার জন্য জেলার বিভিন্ন প্রান্তের অগণিত মানুষ আসেন। ষাটপলসা গ্রামের লক্ষ্মীপুজোতে দশ/বারো লাখ টাকা বাজেট থাকে।
Very good news…..