
সেখ রিয়াজুদ্দিনঃ
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পরিষদ পরিচালিত বৃত্তি পরীক্ষা রাজ্যের পাশাপাশি খয়রাশোল ব্লকের দুটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ শুরু হয় বুধবার থেকে চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। মাতৃভাষা, গণিত, সমাজবিজ্ঞান, বিজ্ঞান ও ইংরেজি এই পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে বাংলা, হিন্দি অথবা উর্দু ভাষার মাধ্যমে। রাজ্যে মোট ২২০০ টি কেন্দ্রে থেকে এক লক্ষ বাহান্ন হাজার দুইশত চার জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে বলে পর্ষদের রাজ্য সম্পাদক তপন সামন্ত এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন। খয়রাসোল ব্লকের পাচড়া এবং লোকপুরে স্থানীয় উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল কুমার সাহা পরিচালিত স্থানীয় মিন্টু দত্ত, রাজেন্দ্র প্রসাদ দে, সিদ্ধার্থ দত্ত, মলয় চৌধুরী এরকম একঝাঁক তরুণ শিক্ষক স্বেচ্ছায় পরীক্ষা কেন্দ্র চালানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এলাকায় শিক্ষার প্রসার ঘটানোর চেষ্টায়। লোকপুর পরীক্ষা কেন্দ্রের সেন্টার ইনচার্জ তপন কুমার চৌধুরী এক সাক্ষাৎকারে বৃত্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত বিবরণ দেন।