ইউনিসেফ ও নেহেরু যুব কেন্দ্রের যৌথ উদ্যোগে “আন্তর্জাতিক শিশুকন্যা দিবস” উদযাপন বীরভূমে

শম্ভুনাথ সেনঃ

১১ অক্টোবর দিনটি আন্তর্জাতিক শিশু কন্যা দিবস হিসেবে চিহ্নিত। ইউনিসেফ ও নেহেরু যুব কেন্দ্র: বীরভূম, তাদের যৌথ উদ্যোগে এই দিনটি নানা অনুষ্ঠানের মাধ্যমে বীরভূমে উদযাপিত হয়। একটা সময় ছিল যখন মেয়েরা সমাজে বৈষম্যের শিকার হত। সময়ের সাথে সাথে তার বদল ঘটেছে। এসেছে সামাজিক পরিবর্তন। এখন প্রতিটি ক্ষেত্রে মেয়েদের সমান উপস্থিতি। সমাজের সর্বস্তরের মানুষকে সচেতনতার বার্তা দিতে এই দিনটির তাৎপর্য নিয়ে গতকাল ১১ অক্টোবর বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের ‘মল্লিকপুর’ গ্রাম পঞ্চায়েতের চাঙুরিয়া ও চন্দনপুর এলাকায় পথনাটিকা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের জেলা আধিকারিক রায়া দাস। পথনাটিকার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে “মুক্তি” নামে এই নাটক পরিবেশিত হয়। “বীরভূম কুশীলব” নাট্য সংস্থার শিল্পীরা অভিনয়ে অংশ নেয়। অনুষ্ঠানে গ্রামের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *