সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূম জেলার শান্তিনিকেতন সহ বেশ কিছু পর্যটন ক্ষেত্র রয়েছে। সেই সাথে সাথে শান্তিনিকেতনের সোনাঝুরির খোয়াই হাট। দেশ বিদেশের পর্যটকরা শান্তিনিকেতন সহ খোয়াই হাটেও আসেন বেড়াতে। এখানে পর্যটকদের সুবিধার্থে শুক্রবার উদ্বোধন করা হয় ভ্রাম্যমাণ শৌচাগার সহ মোবাইল উইমেন ফেসিলিটি কর্নারের। বীরভূম জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে তৈরী হওয়া এই ভ্রাম্যমান বহুমুখী সুবিধাযুক্ত ভ্রাম্যমাণ যানটির শুভ উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং জেলাশাসক বিধান রায়। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক কৌশিক সিনহা, প্রকল্প আধিকারিক সুদীপ্ত দাস, বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ, বোলপুর পৌরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ সহ বিশিষ্টজনেরা। সারা বছর জুড়েই শান্তিনিকেতনে পর্যটকদের আনাগোনা। কিন্তু সেই অর্থে এলাকায় পর্যাপ্ত পরিমাণ শৌচাগার না থাকায় বেশিরভাগ ক্ষেত্রে সমস্যায় পড়েন মহিলা পর্যটকরা। রাজ্য সরকারের মিশন নির্মল বাংলা প্রকল্পে ও বেসরকারি সংস্থা ‘ইলু’ অনুভব কারিগরি সহায়তায় ভ্রাম্যমাণ আধুনিকমানের এই বাসে থাকছে মহিলাদের জন্য শৌচাগার সহ সন্তানকে দুধ খাওয়ানোর ব্যবস্থা, পোষাক বদলানোর ঘর, এছাড়াও থাকছে স্নানের সুবিধা।