কয়লা বোঝাই গাড়ি আটক করল সদাইপুর থানার পুলিশ

সেখ ওলি মহম্মদঃ

বীরভূম জেলায় বিভিন্ন দ্রব্য পাচার করছিল পাচারকারীরা। এবার পাচারকারীদের সমস্ত ছক বানচাল করে দিচ্ছে বীরভূম জেলা পুলিশ। কখনও বালি, আবার কখনও কয়লা তো আবার কখনও পাথর পাচার রুখে দিচ্ছে বীরভূম জেলা পুলিশ। ২৪ ঘন্টা কাটতে না কাটতে ফের সাফল্য সদাইপুর থানার পুলিশের। গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে সদাইপুর থানা এলাকার সাহাপুর গ্রামের ফুটবল ময়দানের কাছে কয়লা বোঝাই একটি ২০৭ ডিআই গাড়ী আটক করে সদাইপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় ঐ গাড়ির চালক ও খালাসিকে। তাঁদের নাম সেখ সালাম ওরফে ঝণ্টু সদাইপুর থানার মেহেরপুর গ্রামের বাসিন্দা ও সেখ আখিনুর সাহাপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, সাহাপুর দিক থেকে সিউড়ির দিকে যাচ্ছিল ঐ কয়লা বোঝাই গাড়িটি। তখন টহলরত সদাইপুর থানার পুলিশ ধাওয়া করে কয়লা বোঝাই গাড়িটিকে আটক করে। ঐ গাড়ীতে ৫ টন কয়লা ছিল। বাজার মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা। আজ রবিবার চালক ও খালাসিকে সিউড়ী আদালতে তোলা হলে বিচারক তাঁদের জামিন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। উল্লেখ্য, একদিন আগেই সদাইপুর থানার পুলিশ অবৈধ ভাবে বালি বোঝাই দুটি ট্রাক্টর আটক করে। এভাবে অবৈধ বালি, কয়লা বোঝাই গাড়ি আটক করেছে সদাইপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *