সন্তোষ পালঃ
আজাদ হিন্দ সরকারের ৮০ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো আজ সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বীরভূম জেলার দুবরাজপুর শাখার উদ্যোগে। উল্লেখ্য ১৯৪৩ সালে ২১ অক্টোবর অর্থাৎ আজকের দিনে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার গঠন করেন, যে সরকারে তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। আজাদ হিন্দ সরকারের ৮০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুবরাজপুর লোকাল কমিটির পক্ষ থেকে দুবরাজপুর মাদৃক সংঘ ময়দানে নেতাজির প্রতিকৃতিতে মাল্য দান করেন দুবরাজপুরের প্রাক্তন বিধায়ক তথা রাজ্য কমিটির সদস্য বিজয় বাগদি, লোকাল কমিটির সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য, দুবরাজপুর লোকাল কমিটির সম্পাদক স্বপন মুখার্জি, দুবরাজপুর ব্লকের অগ্রগামী কৃষক সভার সম্পাদক ও জেলা কমিটির কৃষকসভার সদস্য সালেম খান, মলয় দত্ত প্রমুখ। প্রাক্তন বিধায়ক বিজয় বাগদি বলেন নেতাজী যে সরকার গঠন করেন তার মূল উদ্দেশ্য ছিল স্বাধীনতার পাশাপাশি সমাজতন্ত্রের গঠন। কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন তিনি অথচ সেই চেয়ারের আজ অবমাননা করা হচ্ছে। লোকাল কমিটি সম্পাদক স্বপন মুখার্জি, মলয় দত্ত সালেম খান নেতাজী সুভাষচন্দ্র বসুর সংগ্রামের ও আজাদহিন্দ সরকারের গুরুত্ব তুলে ধরেন।