সেখ রিয়াজুদ্দিনঃ
লোকপুর অগ্রণী সমিতির পরিচালনায় স্থানীয় ক্লাব সংলগ্ন স্থানে কালীমন্দির প্রতিষ্ঠা উপলক্ষে ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার। এই উপলক্ষে এলাকার ১০৮ জন কুমারী মহিলা সকালে স্থানীয় শাল নদী থেকে ১০৮টি কলস বারি নিয়ে শোভাযাত্রা সহকারে মন্দিরে নিয়ে আসেন এবং রীতি অনুযায়ী ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন সেক্রেটারি দেবদাস নন্দি, লোকপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমনাথ ধীবর, সমিতির কার্যকর্তা উৎপল চৌধুরী, হারাধন ঘোষ, সমাজসেবী দীপক শীল, সুকুমার নন্দী সহ অগ্রণী সমিতির অন্যান্য কর্মকর্তা সদস্যগণ ও স্থানীয় ভক্তবৃন্দ। একান্ত সাক্ষাৎকারে সমিতির প্রাক্তন সেক্রেটারি দেবদাস নন্দি বলেন সমিতি সহ এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল কালীমন্দির প্রতিষ্ঠা করার, এলাকার সমস্ত মানুষের সহযোগিতায় সেটা আজকে প্রতিষ্ঠিত হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে। স্থানীয় শাল নদী থেকে ঢাক বাজনা সহযোগে ১০৮ জন কুমারী মেয়ে কলস যাত্রা সহকারে গ্রাম পরিক্রমা করে। পাঁচড়া গীতা ভবনের স্বামীজী ভগবৎ পাঠ করবেন এছাড়াও বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হবে।