সন্তোষ পালঃ
আজ কালীপুজো ও দীপাবলি। জেলার শক্তিপীঠ গুলি সেজে উঠেছে নতুন সাজে। জেলার তারাপীঠ সহ পাঁচটি শক্তি পিঠে রমরমা কালীপুজোকে কেন্দ্র করে। বোলপুর থেকে কয়েক কিলোমিটার দূরে রয়েছে সতীপীঠ কঙ্কালীতলা। কথিত ৫১ পীঠের শেষ পীঠ নাকি কঙ্কালীতলা। এখানে সতীর কোমরের হাড় পড়েছিল বলে কথিত। এখানে একটি কুণ্ড রয়েছে। এই কুণ্ডের জল মায়ের স্নানের জল হিসাবে ব্যবহৃত হয়। আজ সকাল থেকেই ভক্তদের ভীড় উপচে পড়ে। পাশাপাশি আদিবাসী নৃত্য ও বাউল গান কঙ্কালীতলা চত্বরকে এক নতুনত্ব এনে দেয়। বহু পর্যটক ও ভক্তদের পুজো দেওয়ার পাশাপাশি আদিবাসী নৃত্যে সামিল হতে দেখা যায়। এছাড়াও স্থানীয় শিব মন্দিরেও ভারত সমাগম লক্ষ্য করা যায়।