শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই ১ নং ব্লকের সারদুয়ারি কনকপুরে অনুষ্ঠিত হচ্ছে জেলার অন্যতম প্রাচীন কালীপুজো। রয়েছে বহু পুরোনো ইতিহাস। সেই পাল রাজাদের আমলের অপরাজিতা প্রস্তর মূর্তি আজ কালি রূপে পূজিতা হন। এই পুজো প্রায় হাজার বছরের প্রাচীন বলে জনশ্রুতি। বর্তমানে মুরারই অপরাজিতা ট্রাস্টের উদ্যোগ এবং গ্রামবাসীদের সহযোগিতায় এই পুজো অনুষ্ঠিত হয়। এই পুজো প্রায় হাজার বছরের পুরোনো বলে জনশ্রুতি। পুজোর প্রাচীন ইতিহাস নিয়ে জানিয়েছেন স্থানীয় কবি নজরুল মহাবিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক তথা আঞ্চলিক ইতিহাস গবেষক অনির্বাণ জ্যোতি সিংহ।
ছবি ও ভিডিও : দীপু মিঞা, মুরারই