শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই স্টেশন সংলগ্ন রক্ষাকালী মাতা কমিটির উদ্যোগে কালীপুজো উপলক্ষে আজ নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। এই পুজো শতাধিক বছরের পুরানো। পুজোর এক অভিনব বৈশিষ্ট্য জেলাবাসীর নজর কাড়ে। এখানে মন্দিরের মাথায় কোন ছাদ নেই।চার দেওয়ালের মধ্যেই মায়ের পুজো হয়। পুজোর পর দিনেই প্রতিবছর হয় হাজার হাজার ভক্ত সেবার আয়োজন। দীর্ঘদিন ধরে এই নরনারায়ণ সেবা হচ্ছে বলে কমিটির হিসাব রক্ষক অরিন দত্ত জানিয়েছেন। সর্বধর্ম সমন্বয়ে হিন্দু- মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ এই খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন। এবার এই পংক্তিভোজনে ১০-১২ হাজার মানুষকে প্রসাদ বিতরণ করা হয়েছে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়। ভক্তদের দানে অনুষ্ঠিত হয় এই নরনারায়ণ সেবা।
ছবি ও ভিডিও : দিপু মিঞা, মুরারই